বরিশালে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত
নিজস্ব প্রতিবেদক ॥ ঘরের সামনে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামের।
ওই গ্রামের দিনমজুর আজিজুল মোল্লা জানান, তার ঘরের সামনে গাছের ডাল কাটতে বাঁধা দেওয়ায় একই বাড়ির শাহাজুল মোল্লা, ইব্রাহীম, আলামিন, সজিব ও রশিদ মোল্লা পরিকল্পিতভাবে তাকে (আজিজুল) ও তার স্ত্রী বেবী বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে।
তিনি আরও জানান, থানার অভিযোগ প্রত্যাহারের জন্য হামলাকারীরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে।