বরিশালে ৩৩৩ নাম্বারে ফোন করে সহায়তা পেল দুটি পরিবার

দেশ জনপদ ডেস্ক | ১৪:১৩, মে ০২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর লকডাউনের কারণে কর্মহীন হয়ে চরম খাদ্য সংকটে পরেছিলেন জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দুটি পরিবার। এরইমধ্যে স্থানীয় এক যুবকের কাছে ওই দুটি পরিবার সরকারের ৩৩৩ নাম্বারের সুফল পাওয়ার কথা জানতে পারেন। একপর্যায়ে শনিবার দুপুরে ওই দুটি পরিবারের পক্ষ থেকে ৩৩৩ ফোন করে তাদের খাদ্য সংকটের কথা জানিয়ে তথ্য দেয়া হয়। ফোন করার মাত্র এক ঘন্টার মধ্যেই ওই দুটি বাড়িতে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী সহায়তা নিয়ে হাজির হয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা, ইউপি সদস্য বদরুজ্জামান খান সবুজ উপস্থিত ছিলেন। মাত্র এক ঘন্টার ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রীর সহায়তা পেয়ে অসহায় ওই দুটি পরিবারের সদস্যদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।