বরিশাল নগরীতে কার্বাইড দেয়া ১৪০ কে‌জি আম জব্দ

দেশ জনপদ ডেস্ক | ১৩:২৪, মে ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল নগরীর ৩টি আড়‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে কার্বাইড দেয়া ১৪০ কে‌জি অপরিপক্ব আম জব্দ ক‌রা হ‌য়ে‌ছে। পাশাপা‌শি ওই তিন আড়তের মা‌লিক‌দের ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়। শুক্রবার বিকেলে ব‌রিশাল জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট আব্দুল হাই ও রয়া ত্রিপুরার নেতৃ‌ত্বে নগরীর পোর্ট রোড ও ফলপ‌ট্টি এলাকায় এই অ‌ভিযান চালানো হয়। অ‌ভিযানের প্রসি‌কিউশন অ‌ফিসার ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর সৈয়দ এনামুল হক ব‌লেন, কার্বাইড দেয়া অপ‌রিপক্ব আম বি‌ক্রির অপরা‌ধে দত্ত বা‌ণিজ্যালয়‌কে ১৫ হাজার টাকা, ব‌রিশাল ট্রেডার্সকে ৬ হাজার ও আ‌রিফ ফ্রুট‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা করা হয়। পাশাপা‌শি জব্দ করা ১৪০ কে‌জি কার্বাইড মি‌শ্রিত অপ‌রিপক্ব আম ধ্বংস করা হয়। অ‌ভিযানের সময় ফ‌লের মূল্য তা‌লিকা না থাকায় ফলপ‌ট্টি এলাকার দুই‌টি দোকা‌নকে এক হাজার ৪০০ টাকা জ‌রিমানা করা হয় ব‌লে জানান প্রসি‌কিউশন অ‌ফিসার।