কড়াপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটুনিতে একই পরিবারের আহত ৪

দেশ জনপদ ডেস্ক | ২৩:৪৪, এপ্রিল ৩০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ।। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন মোফাজ্জল শরীফ (৭৫), অলি (২৭), সাব্বির (২৫) ও ইমরান (২৩) । গত ২৮ এপ্রিল বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় কড়াপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কথুরাকাঠী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতের পরিবার ও স্থানীয় সুএ জানায়, স্থানীয় মোফাজ্জল শরীফের পুকুরে জোয়ারের পানি ঢুকতে না পারে সেজন্য তার ছেলে অলি মাটি দিয়ে পুকুরের যান আটকে বাধ তৈরী করে। পুকুরে বাধ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির হালিম শিকদারের স্ত্রী সুখী বেগম অশ্লীল ভাষায় অলিকে গালমন্দ করে। ছেলেকে গালমন্দের কারণ মোফাজ্জল জানতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হালিম, সুখী ও তাদের পরিবারের লোকজন মিলে লাঠি দিয়ে অলি, সাব্বির, ইমরান ও বৃদ্ধ মোফাজ্জলকে মারধর করে । এ ঘটনার জের ধরে অলিকে বাজারে একা পেয়ে হালিমের ভাই বাবুল ফের মারধর করে। পরে বাজারের লোকজন অলিকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে দেয়। বিচারের দাবীতি সুখীর চাচা কড়াপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল বাশার আবু'র বাড়িতে যায় অলি, সাব্বির, ও ইমরান । কিন্তু ইউপি সদস্য আবু বিচার না করে তাদের গালমন্দ করে বলেন, শালারা আমার দল না করে আরেক জনের দল করো আবার আইছো আমার কাছে বিচারের জন্য। একপর্যায়ে আবু উত্তেজিত হয়ে অলি সহ সাবাইকে মারধর করে তাড়িয়ে দেয়। এদিকে প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় কোন প্রতিবাদ করতে পারছেনা মোফাজ্জল'র পরিবার। তাদের হুমকিতে দিন রাত নিরাপত্তহীনতায় ভুগছে বৃদ্ধ মোফাজ্জল শরীফের পরিবার। ঘটনাটি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং আবু ও হালিমের পরিবারকে ধিক্কার জানিয়েছেন এলাকাবাসী।