মাদক সেবনে বাধা দেয়ায় সেনা কর্মকর্তাকে কুপিয়ে চোখ নস্ট করে দিয়েছে সন্ত্রাসীরা। মামলা হলেও আসামীদের ধরছে না পুলিশ অভিযোগ বাদীর

দেশ জনপদ ডেস্ক | ২১:১০, এপ্রিল ৩০ ২০২১ মিনিট

  নিজস্ব প্রতিবেদ ॥ মাদক সেবনে বাধা দেয়ায় সন্ত্রাসীদের হাতে আহত সেই বাংলাদেশ সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল কর্মকর্তা নূর মোহাম্মদ (৫৫) এর একটি চোখ পুরোপুরি নস্ট হয়ে গেছে। বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলেও বাচানো যাইনি চোখ। এদিকে এ ঘটনায় মামলা হলেও আসামীরা প্রকাশ্যে ঘুড়ে বেড়ালেও তাদের আটক করছেনা পুালিশ বলে অভিযোগ করেন মামলার বাদী সাথী আক্তার। নূর মোহাম্মদ ছোট মেয়ে মামলার বাদী জানান, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী একধিক মামলার আসামী নুরুল হকের তিন ছেলে সাইফুল, সিপন ও নাঈম বিভিন্ন সময়ে তাদের বন্ধুদের নিয়ে সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল কর্মকর্তা নূর মোহাম্মদ এর ঘরের পিছনে বসে প্রতিদিন মাদক সেবন করতেন। আমার বাবা তাদের বাধা দিলে সাইফুল, সিপন ও নাইম আমার বাবা নূর মোহাম্মদ, আমার ভাই ও আমাকে কুপিয়ে পিটিয়ে আহত করে। আমার বাবার চোখে ছুরি ঢুকিয়ে দেয়। এ ঘটনায় আমি বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা করি। কিন্তু আসমী পক্ষ ক্ষমতাশালী হওয়ায় ওসি তাকে আটক করতে সাহস পায় না। আসামী প্রাই থানায় আসে যায়। এ বিষয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান মামলার বাদী সাথী। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় আমার কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা আসামীদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষেয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সবুজ হোসেন ব্যাপরী বলেন, এর আগেও সাইফুল কয়েক বার নূর মোহাম্মদের উপরে হামলা করে। প্রায় তিন বছর আগে আগৈলঝাড়া থানায় একটি মামলা হয়। যাহা র নং জি/আর-৯০। উল্লেখ্য গত ১১এপ্রিল আগৈলঝাড়া উপজেলার গৈলার দক্ষিন শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত নূর মোহাম্মদ (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।