করোনা: বরিশাল জেলায় ৮ দিন পরে ২ রোগীর মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৬:৫৮, এপ্রিল ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল জেলায় নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।যারমধ্যে বরিশাল নগরীর ২৫ জন। অর্থাৎ জেলায় মোট নতুন শনাক্তের মধ্যে ৬৫.৭৮ শতাংশই বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া এ জেলায় টানা ৮ দিন পরে নতুন করে ২ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অর্থাৎ এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১০৬ জনের।মঙ্গলবার রাতে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের দেয়া সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২৭ এপ্রিল ২৪ ঘন্টায় বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ২ জন মৃত্যুবরণ করেছেন। এরা বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার মমতাজ বেগম (৭৫) ও বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুরের সেলিম খান (৫০)। অপরদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও অ্যান্টিজেন পরীক্ষার প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সর্বশেষ মোট আক্রান্তের মধ্যে বরিশাল নগরীর ২৫ জন ছাড়াও সদর উপজেলায় ২ জন, বাকেরগঞ্জে ১, বাবুগঞ্জে ৫, গৌরনদীতে ২, আগৈলঝাড়ায় ১, বানারীপাড়ায় ১ এবং উজিরপুর উপজেলায় ১ জন রয়েছেন।আর মোট আক্রান্তের মধ্যে মাত্র ৪ জন হাসপাতলে ভর্তি রয়েছেন, বাকীরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ১৯ জনের মধ্যে হাসপাতাল থেকে ২ জন এবং বাড়ি থেকে ১৭ রয়েছেন।জেলার সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ৬ হাজার ৫৩৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে, যারমধ্যে মোট সুস্থ হয়েছে ৫ হাজার ২৬২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০৬ জনের। এ জেলায় এ পর্যন্ত ৩ হাজার ২৬৬ জনের বিদেশগামীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। যারমধ্যে মাত্র ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।