বরিশালে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

দেশ জনপদ ডেস্ক | ১৬:৪৯, এপ্রিল ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  দেশীয় অস্ত্রসহ জেলার গৌরনদী মডেল থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে তিনজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকায় থানা পুলিশ একটি মোটরসাইকেলের গতিরোধ করেন। এসময় মোটরসাইকেলে থাকা তিন যুবক দৌঁড়ে পালানোর চেষ্ঠাকালে পুলিশ ধাওয়া করে আটককৃত আসাদুলের কাছ থেকে একটি ধারালো রাম দা এবং তুহিনের কাছ থেকে একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বাঙ্গিলা গ্রামের খালেক বেপারীর পুত্র আসাদুল বেপারী, নন্দনপট্টি গ্রামের মোতাহার হাওলাদারের পুত্র তুহিন হাওলাদার ও তাদের সহযোগি মোটরসাইকেল চালক বাঙ্গিলা গ্রামের শাহজালাল সরদারের পুত্র টিটু সরদার। এ ঘটনায় থানার এসআই কেএম আব্দুল হক বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের জন্য মঙ্গলবার দিবাগত রাতে টরকী বাসষ্ট্যান্ড এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপ মুখোমুখী অবস্থান করে। খবর পেয়ে থানার একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়েছে। ওই হামলা ও সংঘর্ষে অংশগ্রহণের জন্য গ্রেফতারকৃত তিন যুবক কোন একটি গ্রুপের পক্ষ হয়ে আসার সময় গ্রেফতার হয়েছে।