বরগুনায় একদিনে করোনায় আরও দুইজনের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৬:১৩, এপ্রিল ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একদিনেই চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) রাতে নূপুর (২৫) এবং সোবাহান (৬২) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যর মৃত্যু হয়। বরগুনা জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং জেলায় ৩১ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্ত্বাবাহক খান সালামত উল্লাহ। তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, 'আজ বুধবার পর্যন্ত ১১,৬১০ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১,২১১ জনের পজিটিভ ফলাফল এসেছে। এদের মধ্য পুরুষ ৮৮৯ এবং মহিলা ৩২২ জন।' বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। এছাড়াও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে স্বর্ণ ব্যাবসায়ী আহসান হাবিব দিপু (৬০) এবং গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের হারুন অর রশিদ খান (৬৫) মারা যান।