ভান্ডারিয়ায় জাল পাতা নিয়ে জেলেকে পিটিয়ে হত্যা

দেশ জনপদ ডেস্ক | ১৭:১০, এপ্রিল ২৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় খালে জাল পাতা নিয়ে পরেশ হাওলাদার (৬০) নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করেছেন অপর তিন জেলে। ঘটনাটি ঘটেছে রোববার (২৫ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া (নাথপাড়া) গ্রামে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-নির্মল হালাদার (৬৫) ও তার ছেলে সুভ্রত হালদার (২৫)। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় পশারীবুনিয়ার নাথপাড়া খালে বাধা জাল পাততে যায় নির্মল হালদার, তার ছেলে সুভ্রত হালদার ও স্থানীয় মাধব চন্দ্র মিস্ত্রীর ছেলে নারায়ণ মিস্ত্রী। একই স্থানে জাল পাতেন পরেশ। তাই তিনি ওই ৩ জনকে সেখানে জাল পাততে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ওই ৩ জন ক্ষিপ্ত হয়ে জেলে পরেশকে মারধর করেন। এতে পরেশের মৃত্যু হয়। এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ওই জেলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই সব ঘটনা বলা যাচ্ছে না।