নেছারাবাদে তক্ষক রাখার দায়ে গৃহবধূকে জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ১৭:১০, এপ্রিল ২৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) তক্ষক রাখার দায়ে রোজিনা বেগম নামে এক গৃহবধূকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ এপ্রিল) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত রোজিনা বেগম উপজেলার সুন্দর গ্রামের এনায়েত হোসেন হাওলাদারের স্ত্রী। জানা যায়, ওই বাড়িতে পাচারের উদ্দেশে তক্ষক রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ অভিযান চালিয়ে তক্ষকসহ ওই গৃহবধূকে আটক করে। এ সময় ওই তক্ষকটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ওই গৃহবধূকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।