রিপোর্ট দেশ জনপদ ॥ নিম্নবিত্ত মানুষের আগে খাওয়ার ব্যবস্থা করে পরে লকডাউন দেওয়ার অনুরোধ জানিয়েছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন।
শনিবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত প্রতীকী থালা হাতে এক মানববন্ধন থেকে এ অনুরোধ জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিত লকডাউনের কারণে সাধারণ মানুষের হাহাকার চলছে। আমরা এই লকডাউনে দেখলাম প্রতিবন্ধী রিকশাচালককে কীভাবে হেনস্থা করল পুলিশ, আমরা দেখলাম মানুষ ক্ষুধার যন্ত্রণায় আলু সিদ্ধ করে খেয়ে রোজা রেখেছে। এই হলো বর্তমান বাংলাদেশের চিত্র। এই সরকার লুটপাটে ব্যস্ত, মানুষের দিকে না তাকিয়ে তারা লুটপাট নিয়ে ব্যস্ত আছে। সরকারকে অনুরোধ করব জনগণের কথা চিন্তা করুন, একটু ঠাণ্ডা মাথায় ভাবুন মানুষের কী দুরবস্থা চলছে।
বক্তারা আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য থাকবে না, মানুষের অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, মানুষের ভাতের অধিকার থাকবে, তৈরি হবে একটি সুন্দর বাংলাদেশ। কিন্তু আমরা দেখলাম এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, মানুষের অধিকার ভোটাধিকার সব কিছুকেই তারা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে। যদি সাধারণ মানুষের কথা চিন্তা না করা হয়, তাহলে আগামী দিনে এদেশের মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আমরা বলতে চাই, অবশ্যই প্রতিটি মানুষের খাবারের নিশ্চয়তা দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক আনোয়ার, জেনেফের সভাপতি মোহাম্মদ আনোয়ার, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান খান, নবীন দলের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবুল, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ।