নিজস্ব প্রতিবেদক॥ আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল এর উদ্যোগে অপসো স্যালাইন লিমিটেড এর সহযোগিতায় ১ হাজার আইভি স্যালাইন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পরিচালক বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল ডাঃ বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, পরিচালক শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল ডাঃ এইচ এম সাইফুল ইসলাম প্রমূখ।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল বরিশাল বিভাগের ৩ জেলায় পিরোজপুর জপলায় ২০০ পিচ, বরগুনা জেলায় ২০০ পিচ এবং বরিশাল জেলায় ৬০০ পিচ মোট ১ হাজার আইভি খাবার স্যালইন বিতরণ করেন।