ঝালকাঠিতে ডায়রিয়ায় কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মানিক বেপারী (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে আমুয়া হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মানিক বেপারী উপজেলার বাঁশবুনিয়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।
জানা যায়, তিনি গতকাল সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হন। এরপর দিন আজ মঙ্গলবার সকালে আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির দুই ঘণ্টার ব্যবধানে তার মৃত্যু হয়। স্বজনরা জানান, তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ব্যাপারে আমুয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক মিজানুর রহমান জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসতে বিলম্ব হওয়ায় মানিক বেপারীর অবস্থা ছিল অনেকটা সংকটাপন্ন। এছাড়া তার হার্টের সমস্যা ছিল, তাই হার্ট অ্যাটাকে মানিক বেপারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।