মেহেন্দিগঞ্জে উপজেলা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতায় দূর্ভোগ চরমে

কামরুন নাহার | ০১:২১, ফেব্রুয়ারি ০৫ ২০২০ মিনিট

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতায় স্মার্টকার্ড নিতে আসা হাজার হাজার মানুষ চরম দূর্ভোগের শিকার হয়েছে। পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী গত ৩ ফেব্র“য়ারী সোমবার পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণের কথা থাকলেও উপজেলা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার কারনে খালি হাতে ফিরে গেছেন সবাই। এদিন সকাল ৭টা থেকে বিকাল পর্যন্ত পৌরসভার কালিকাপুর রমিজউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে স্মার্টকার্ড নিতে আসা হাজারো নারী-পুরুষকে লাইনে দাড় করিয়ে দিনশেষে জানিয়ে দেওয়া হয় তাদেরকে আজ আর স্মার্টকার্ড দেওয়া হবে না। স্মার্টকার্ড নিতে আসা অনেক ভূক্তভোগী অভিযোগ করে বলেন, উপজেলা নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার কারনে সারাদিন লাইনে দাড় করিয়ে রাখলেও অবশেষে স্মার্টকার্ড বিতরণ করা হয়নি। দিনশেষে তাদের জানানো হয় ৪ ও ৫নং ওয়ার্ডের স্মার্টকার্ড আগামীকাল ৬ ফেব্র“য়ারী বিতরণ করা হবে। জানা গেছে, ৩ ফেব্র“য়ারী পূর্ব নির্ধারিত তারিখ থাকায় এদিন অনেকেই স্মার্টকার্ড গ্রহণের জন্য ঢাকা, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থান থেকে চলে আসেন। এদের মধ্যে কেউ চাকুরীজীবি, কেউবা ব্যবসায়ী, আবার কেউ খেটে খাওয়া মানুষ। এদিন স্মার্টকার্ড বিতরণ না করায় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা দূর-দূরান্ত থেকে এসেছেন তারা কি আবারও স্মার্টকার্ড গ্রহণের জন্য ছুটি পাবেন? এসময় তারা মানুষের দূর্ভোগ লাঘবে উপজেলা নির্বাচন কমিশনকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। বিষয়টি নিয়ে ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার’র সাথে আলাপকালে তিনি জানান, ৪ ও ৫নং ওয়ার্ডে ভোটার প্রায় ৬ হাজার। এতো লোকের স্মার্টকার্ড একদিনে দেওয়া সম্ভব না, তাই প্রথম দিন ফিঙ্গারিং ও চোখের ছাপ রাখা হয়েছে। আগামীকাল ৬ ফেব্র“য়ারী অত্র ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজলা নির্বাচন অফিসার’র সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানায়, লোকজন বেশী হওয়ায় একসাথে তাদের স্মার্টকার্ড বিতরণ করা সম্ভব হয়নি।