নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিভাগের ৬ জেলায় ৫ হাজার করে ৩০ হাজার খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের নিজ উদ্যোগে এই খাবার স্যালাইন বিতরণ করা হয়।
বরিশাল বিভাগে গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎ বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া রোগের প্রকোপ। তাতে সঙ্কট দেখা দিয়েছে আইভি স্যালাইন ও খাবার স্যালাইনের।
খাবার স্যালাইন বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবদুর রাজ্জাক, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী, বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বরিশাল বিভাগের অন্যান্য জেলার সিভিল সার্জনবৃন্দ।