অগ্রাধিকার নামক অখ্যাত পোর্টাল’র ৫ সাইবার সন্ত্রাসকে খুঁজছে পুলিশ

কামরুন নাহার | ০১:০০, ফেব্রুয়ারি ০৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ সাইবার ক্রাইমে জড়িত এমন অজ্ঞাত ৫ ব্যক্তিকে শনাক্ত করতে মাঠে নেমেছে বরিশাল পুলিশ। শহরের স্থানীয় জনৈক এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমুলক তথ্য ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। হাফিজুর রহমান নামের ওই ব্যবসায়ীর মামলার সূত্র ধরে কোতয়ালী থানা পুলিশের আইটি বিশেষজ্ঞ একটি টিম তাদের লাগাম টেনে ধরতে ইতিমধ্যে কাজ শুরু করেছে। মামলার বাদী হাফিজুর রহমানের মালিকানাধীন পোর্টরোডস্থ আবাসিক ‘সিকদার হোটেলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পতিতাবৃত্তির অভিযোগ এনে গত ৩১ তারিখ অগ্রাধিকার নামক অখ্যাত একটি পোর্টাল থেকে এই তথ্য ছড়িয়ে দেওয়া হয়। সম্পাদক প্রকাশক বিহিন পরিচালিত পোর্টালটি বরিশালের একাধিক পেশাদার সাংবাদিকসহ রাজনৈতিক ব্যক্তি বিশেষের বিরুদ্ধেও অপপ্রচার চালায়। ব্যবসায়ী হাফিজুর রহমান এই ঘটনায় কোতয়ালি পুলিশের সহয়তা চেয়ে এই অপপ্রচার বা অপরাধে জড়িতদের শনাক্তে একটি অভিযোগ করে। পুলিশ ২ ফেব্র“য়ারি ওই হোটেল ব্যবসায়ীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ পরবর্তী জড়িতদের খুঁজতে শুরু করে। পুলিশ সূত্র জানায় তাদের প্রাথমিক তদন্তে অগ্রাধিকার নামক ওই পোর্টালটির পরিচালনা পর্ষদে কে বা কারা রয়েছে সেই বিষয়টি তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া না গেলেও একটি সূত্র পাওয়া গেছে। নামবিহীন পরিচালিত পোর্টালটি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রাইম করতে ব্যবহৃত হচ্ছে সেই বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত। তাছাড়া অগ্রাধিকার নামক ডোমেনটি যে হোস্টিংএ নিবন্ধিত তার মালিককে শনাক্ত করা গেছে। ভাটিখানার বাসিন্দা আকিব মাহামুদ শুভ পরিচালিত একটি কোম্পানির সার্ভার থেকে অগ্রাধিকার নামের পোর্টালটি সহয়তা নিচ্ছে। অভিন্ন তথ্য দিয়ে এই মামলার তদন্তকারী কর্মকর্তা জানায়, তাদের প্রাথমিক অনুসন্ধানে এই ক্রাইমে পরিচিত বেশ কয়েকজন জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কিন্তু তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম অপ্রকাশ রেখে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনুমান, পুলিশ এই অপরাধের শেকড় তুলে নিয়ে আসতে আকিব মাহামুদ শুভ নামের ডেভলপারকেই প্রথমত বাগে আনতে চাইছে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের এক কর্মকর্তা জানায়, এই অপরাধের সাথে জড়িত একাধিক ব্যক্তি হলেও বাদির অভিযোগে এক জনের নাম তুলে ধরা হয়েছে। মূলত তাকে ধরা গেলেই বাকিদের নামও প্রকাশ্যে আসবে।