স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা নিচ্ছেন সহকারী শিক্ষিকা

কামরুন নাহার | ০০:৫৪, ফেব্রুয়ারি ০৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ স্কুল পরিচালনা কমিটির সভাপতির ভাইয়ের স্ত্রী তাই দীর্ঘ ছয় বছর ধরে স্কুলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলে নিচ্ছে সহকারী শিক্ষিকা ঝুমুর আক্তার। স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছে, ঝুমুর নামে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ম্যাডাম নেই। ঘটনাটি জেলার নদীবেষ্টিত মুলাদী উপজেলার জাগরনী মাধ্যমিক বিদ্যালয়ের। সরেজমিনে স্কুলের শিক্ষকরা এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি। তবে মজিবুর রহমান নামের সামাজিক বিজ্ঞানের শিক্ষক বলে, সহকারী শিক্ষিকা ঝুমুর আক্তার স্কুল পরিচালনা কমিটির সভাপতি তারিকুল ইসলাম পলাশ সাহেবের ভাইয়ের স্ত্রী। কোন কথা বলতে হলে বরিশাল শহরে গিয়ে সভাপতির সাথে কথা বলতে হবে। স্কুলের প্রধানশিক্ষক শহিদুল ইসলাম বলে, আমরা সকল শিক্ষক স্কুল পরিচালনা কমিটির নির্দেশনা অনুযায়ী চলি। তাই কমিটির সভাপতির নির্দেশ ছাড়া আমরা কোন কথা বলতে পারবোনা। স্কুলের অসংখ্য শিক্ষার্থীরা জানায়, ঝুমুর আক্তার নামে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ম্যাডাম নেই। এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ তারিকুল ইসলাম পলাশ দাম্ভিকতার সাথে সাংবাদিকদের বলে, আমি আইনজীবী সমিতির সদস্য, আমার শ্যালক কাস্টম অফিসার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে তাহলে আমার ভাইয়ের স্ত্রীকে স্কুল থেকে বরখাস্ত করা হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের স্কুলে কাজ কি? তাদের অন্যকোন কাজ নেই। অভিযুক্ত সহকারী শিক্ষিকা ঝুমুর আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোনের লাইন বিচ্ছিন্ন করে তা বন্ধ করে রাখে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি জেনে মুলাদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জরুরি ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে।