কাশিপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল প্রতিবন্ধী ভিক্ষুকের

দেশ জনপদ ডেস্ক | ১৫:৫৩, এপ্রিল ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটবোঝাই ট্রাকের চাপায় আব্দুল মালেক নামের এক প্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন কাশিপুর বালিক স্কুল এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতির ট্রাকটি ভিক্ষুককে চাপা দেয়। পুলিশ এই ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে। বিমানবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাহানুর রহমান জানান, ভিক্ষুক আব্দুল মালেক স্কুল লাগোয়া একটি শাখা রাস্তা থেকে বের হচ্ছিলেন। এমন সময় দ্রুত গতির ইটবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন। পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করে। পরবর্তীতে পুলিশ খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফয়সাল আহম্মেদ বলেন, এই ঘটনায় একটি মামলা গ্রহণ প্রস্তুতি চলছে।’