বরিশালে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মোবাইল কোর্ট অভিযানে ১৭ ব্যক্তি ৩ প্রতিষ্ঠানকে ১২৪০০ টাকা জরিমানা আদায়।
দেশ জনপদ ডেস্ক|১৫:৪৭, এপ্রিল ১৭ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিনের ধারাবাহিকতায়
আজ ১৭ এপ্রিল শনিবার সকালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান এবং জাবেদ হোসেন চৌধুরী। এসময় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসবে লিফলেট এবং মাস্ক বিতরণ করেন।
এসময় বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার পাশাপাশি বিনা প্রয়োজনে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ০৫ ব্যক্তি ও ০৩ টি প্রতিষ্ঠানকে ৬৪০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। অপরদিকে গতকাল ১৬ এপ্রিল শুক্রবার বিকালে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ৪ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, জেলা প্রশাসকের কার্যালয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হাই ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। আজ বিকালে উপজেলা নির্বাহী অফিসার গৌরনদী বিপিন চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে স্বাস্থ্যবিধি পরিপালন করার জন্য সচেতন সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় ২ ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়। এসময় অপরদিকে গৌরনদী উপজেলায় কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য বিধি প্রতিপালনে সহকারী কমিশনার (ভূমি) গৌরনদী মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্য বিধি ভঙ্গকারীদের আইনের আওতায় আনা হয় এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২ জন ব্যক্তিকে ৩০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্ট অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন গৌরনদী থানা পুলিশের দুইটি টিম। জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হাই এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বরিশাল নগরীর চক বাজার, বাংলা বাজার, আলেকান্দা, সিএন্ডবি রোড ও সদর রোড এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪ ব্যক্তিকে দণ্ডবিধি,১৮৬০ এর ১৮৮ ধারায় ১,২০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।
এদিকে অপর একটি অভিযানে জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় বরিশাল নগরীর চকবাজার, বাংলাবাজার, আলেকান্দা, সিএন্ডবি রোড ও সদর রোড এলাকায় করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৩০০টাকা অর্থদন্ড দেওয়া হয়।
উক্ত অভিযান দুটিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম সার্বিক সহযোগিতা করেন। অভিযান শেষে তারা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।