লালমোহনে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

দেশ জনপদ ডেস্ক | ১৬:২৩, এপ্রিল ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলার লালমোহন উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তুহিন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার ফরাসগঞ্জ সড়কের আসলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন ফরাসগঞ্জ গ্রামের ছয় নম্বর ওয়ার্ডের কবির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র। লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, তুহিন সকালে তার বাবার মোটরসাইকেল নিয়ে বাইরে বের হয়। বাড়ির কাছে আসলী নামক এলাকায় সে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তুহিনকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।