সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু
দেশ জনপদ ডেস্ক|১৫:৩৯, এপ্রিল ১৬ ২০২১ মিনিট
রিপোর্ট দেশ জনপদ॥ মাদারীপুরের কালকিনিতে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সৈয়দ হায়দার হোসেন (৫৫) নামে পুলিশের অবসরপ্রাপ্ত এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বেতবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ হায়দার হোসেন ওই গ্রামের সৈয়দ খালেকের ছেলে।
নিহতের ভাতিজা সৈয়দ রাকিবুজ্জামান বলেন, সকালে সৈয়দ হায়দার হোসেন মোটর দিয়ে নিজের পুকুরে সেচ দেয়ার চেষ্টা করেন। এসময় মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা পুকুর পাড়ে সৈয়দ হায়দার হোসেনের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বজনরা পুকুর পাড় থেকে মরদেহ উদ্ধার করেছে। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার প্রক্রিয়া চলছে।