বরিশালে গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু, আটক ১
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের গৌরনদী উপজেলায় খেলাধুলা করার সময় গাছের ডাল পড়ে রাকিব হাওলাদার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাছকাটা এক শ্রমিকে আটক করা হয়েছে। রোববার (১১ এপ্রিল) দুপুরে আটক মহারাজ সিকদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, শনিবার (১০ এপ্রিল) বিকেলে লাখেরাজ কসবা এলাকায় দুই শ্রমিক গাছ কাটছিলো।গাছ কাটা স্থানের পাশেই খেলা করছিলো একই এলাকার জসীম হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার।
এসময় গাছের একটি ডাল পড়ে রাকিব গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিশুর বাবা রাতেই গাছকাটা শ্রমিক মহারাজ সিকদার ও তার ছেলে ইমন সিকদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে মহারাজ সিকদারকে গ্রেফতার করা হয়।