১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ না ‘সাধারণ ছুটি’?

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫১, এপ্রিল ১১ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ॥ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের ঘোষণার কথা আগেই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সেই লকডাউনে সাধারণ ছুটি থাকতে পারে বলে আলোচনা চলছে। প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সরকার লকডাউন ঘোষণা করে। পরে চলমান লকডাউনের ধারাবাহিকতা ১২ ও ১৩ এপ্রিলও চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার কঠোর লকডাউন বা সাধারণ ছুটির দিকে যাচ্ছে। এ নিয়ে রোববার (১১ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে একটি সভা চলছে। সভায় সাধারণ ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিকেল ৫টার দিকে  বলেন, আমি মিটিংয়ে আছি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়, ১২ ও ১৩ এপ্রিল এবং ১৪ এপ্রিল থেকে কী ধরনের বিধি-নিষেধ আসবে তা নিয়ে দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হবে। ১১ এপ্রিল দেশে করোনা সংক্রমণে মারা যায় ৭৮ জন এবং নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন।