জাপার বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম অনুমোদন

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৬, এপ্রিল ১০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি পাটির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব রানা মোহাম্মদ সোহেল এমপি'র সুপারিশে বরিশাল বিভাগীয় নয় সদস্য বিশিষ্ট সাংগঠনিক টিম অনুমোদন করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল (উপদেষ্টা), ফখরুল আহসান শাহজাদা (যুগ্ম-মহাসচিব), ইকবাল হোসেন তাপস (যুগ্ম-মহাসচিব), এ কে এম মুরতূজা আবেদীন (যুগ্ম-মহাসচিব), মাহমুদা রহমান মুন্নি (সাংগঠনিক সম্পাদক), মো. মিজানুর রহমান (সাংগঠনিক সম্পাদক), মো. গোলাম মোস্তফা (সমাজ কল্যাণ সম্পাদক), মো. নজরুল ইসলাম (যুগ্ম-সাংগঠনিক সম্পাদক), এস এম রহমান পারভেজ (যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক)।