চরফ্যাশনে করোনার ২য় ডোজ টিকা নিলেন ইউএনও

দেশ জনপদ ডেস্ক | ১৮:২৪, এপ্রিল ১০ ২০২১ মিনিট

  নিজস্ব প্রতিবেদক॥ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার জনগন কে উদ্বুদ্ধ করতে করোনা ভাইরাসের ২য় ডোজ টিকা গ্রহন করেছেন। শনিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন তার নিজ উদ্যেগে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকাদান রুমে করোনা ভাইরাসের ২য় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে তার ফেইসবুক স্ট্যাটাস থেকে সংবাদ সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিন দিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারনে চরফ্যাশনের সরকারী আধা সরকারী স্কুল,কলেজ মাদরাসার শিক্ষক কর্মকর্তা কর্মচারীসহ সকল স্থরের জনগনকে (কোভিড-১৯) করোনা ভাইরাসের ২য় ডোজ টিকা নেওয়ার জন্য বিশেষ ভাবে বলা গেলো।