বরিশাল থানায় নিরাপত্তা জোরদার

দেশ জনপদ ডেস্ক | ১৭:১৯, এপ্রিল ১০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ সারাদেশের মতো বরিশালের থানাগুলোতেও নিরাপত্তা বৃদ্ধি দাবি করেছে পুলিশ। তবে দৃশ্যমান কোন তৎপরতা চোখে পড়েনি। আজ শনিবার দুপুর ১২টায় নগরীর কোতয়ালী মডেল থানায় গিয়ে আগের নিরাপত্তার চিত্রই দেখা গেছে। কোতয়ালী থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, 'নিরাপত্তার বিষয়টি সব সময় বিদ্যমান। নির্দেশনা অনুসারে এখনও নিরাপত্তা রয়েছে। দৃশ্যমান নিরাপত্তা না থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, 'এটি কৌশলের বিষয়। নিরাপত্তা দৃশ্যমান হতেই হবে এমন নয়। তবে বাড়তি নিরাপত্তা রয়েছে।' কোতয়ালী মডেল থানা ছাড়াও মেট্রোপলিটনের তিন থানা এবং জেলার আরও দশ থানার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।