কলাপাড়ায় ঈগল পরিবহনের ধাক্কায় টমটম চালক নিহত, আটক-১

কামরুন নাহার | ২৩:৪০, ফেব্রুয়ারি ০২ ২০২০ মিনিট

কলাপাড়া প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়ায় ঈগল পরিবহনের ধাক্কায় জলিল (৪৫) নামের একজন টমটম চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে দিনেশ শিয়ালী (৫০) নামের অপর একজন। গতকাল রোববার সকাল নয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাইকবাড়ি নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় গুরুতর আহত জলিলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জলিলের মৃত্যু হয়। এঘটনায় গাড়ি চালক শিপন (২৭) কে ঘটনাস্থল থেকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। স্থাণীয়রা জানায়, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৩৩) একটি গাড়ি কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের পাইকবাড়ি নামক স্থানে মহিপুরগামী একটি টমটমকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে টমটম চালক জলিল ও টমটমে থাকা দিনেশ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যতর চিকিৎসক গুরুতর আহত জলিলকে বরিশাল প্রেরন করলে সেখানে তার মৃত্যু হয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, ঈগল গাড়ি ও চালক শিপনকে আটক করা হয়েছে। আহত টমটম চালক জলিল বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে বলে শুনেছি। মৃতের পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।