মামলায় না পেরে মানববন্ধনকে ঢাল হিসেবে নিলো শামীম বাহিনী

কামরুন নাহার | ২৩:৩৩, ফেব্রুয়ারি ০২ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ মিথ্যা মামলায় হয়রানির পরে এবার ঢাল হিসেবে মানববন্ধন করে সমালোচনার পাত্রে পরিণত হয়েছে শামীম বাহিনী। যৌন হয়রানীর মত নারীদের চরিত্র নিয়ে বাজে মন্তব্য রটানোর ঘটনায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেও খ্যান্ত হয়নি বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সোলায়মান শামীম। মিথ্যা মামলায় সাবেক কাউন্সিলরের দুই পুত্রসহ মোট প্রতিবাদকারী ৫ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করা হয় সম্প্রতি। কিন্তু প্রত্যক্ষ সূত্র মতে, দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তারা মনগড়া ঘটনা সৃষ্টি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এমন সত্যতা সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে আসতে শুরু করলে সোলায়মান শামীম ও তার স্ত্রী কাজল কোন গতি না পেয়ে মামলার ঢাল হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করে ব্যাপকভাবেই সমালোচিত হয়েছে। অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত পুরানপারা এলাকার বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানায়, কাউনিয়া থানার এক পুলিশ সদস্য তাদের মামলাটা যে মিথ্যে বানোয়াট, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমান তদন্ত কর্মকর্তার নিকট পৌছেছে। এর কারনে তার পরামর্শ অনুযায়ী সাবেক কাউন্সিলর মৃত জাহাঙ্গীর মৃধার দুই ছেলেসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মানববন্ধন করে ঘটনার মোড় ঘোরাতে ব্যাপকভাবেই চেষ্টা চালাচ্ছে। এ কারনে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়নের জন্য ভাড়ায় লোক এনে দাঁড় করিয়েছে কাজল আপা বলেও জানায়। এদিকে কোচিং সেন্টারের অন্তরালে সোলায়মান শামীম ও তার স্ত্রী কাজল সরকারবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন নারীদের দিয়ে ফ্লাটে দেহ ব্যবসা করারও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তথ্য প্রমানসহ অনুসন্ধানী প্রতিবেদন আগামি সপ্তাহে প্রকাশিত হবে। সূত্র মতে, স্বামীর অপরাধ ঢাকতে বিসিসি'র সাবেক কাউন্সিলর পুত্রসহ মোট ৫ জনের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল নগরীর ৩ নং ওয়ার্ডের কাউনিয়া থানার পুরানপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ সোলায়মান শামীমের স্ত্রী কহিনুর আক্তার কাজল বাদী হয়ে মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করে নগরীর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মৃত জাহাঙ্গীর মৃধার ছেলে মোঃ সজীব মৃধা (৩৫), মোঃ রাজিব মৃধা (২৫) সহ আরো তিন জন মোট ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। এতে অভিযোগ রয়েছে, চাঁদা দাবী করে মারপিট করে প্রাননাশের হুমকি প্রদান করা হয়েছে। তবে প্রত্যক্ষ সূত্র মতে জানা গেছে, সাবেক কাউন্সিলরের কন্যার নামে বাজে মন্তব্য করে মামলার বাদী কোহিনুর আক্তার কাজলের স্বামী মোঃ সোলায়মান শামীম। এরই জের ধরে সাবেক কাউন্সিল পুত্র শামীমকে এ ধরনের বাজে মন্তব্য করার কারন জানতে চায় এবং ভবিষ্যতে যাতে করে এমন বাজে মন্তব্য না করে তার হুশিয়ারি দিয়ে পরবর্তীতে আইনের দারস্থ হবার কথা বলে। সাবেক কাউন্সিল মৃত জাহাঙ্গীর মৃধার কন্যার নামে বাজে মন্তব্য করার কথা এলাকায় রটে যাওয়াতে শামীম নিজে মামলার হাত থেকে রক্ষা পেতে তার স্ত্রী কহিনুর আক্তার কাজলকে বাদী করে রাত পোহানোর পূর্বেই হয়রানি মূলক মিথ্যে মামলা দায়ের করে। বোনের সম্মানের কারনে প্রাথমিকভাবে বাজে মন্তব্য এবং কটুক্তি করার বিষয়ে কথা না বাড়িয়ে প্রাথমিকভাবে হুশিয়ারি করলেও তারা মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার বিষয়টি বোধগম্য হচ্ছেনা। এলাকা সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলরের কন্যার নামে চরিত্র নিয়ে মিথ্যে কথা রটায় সোলায়মান শামীম আর এ কারনে স্থানীয়ভাবে লোকজন শাসায় শামীমকে। স্থানীয়ভাবে হয়রানির ঘটনায় তাকে হেয় করার ক্ষোভে সাবেক কাউন্সিল পুত্রসহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যে বানোয়াট ঘটনা গড়ে মামলা দায়ের করে তার স্ত্রী কহিনুর আক্তার কাজল। এ বিষয়ে কাউনিয়া থানার একাধিক কর্তব্যরতরা নাম না প্রকাশের শর্তে জানায়, তারাও প্রকৃত ঘটনাটি শুনেছে, যেহেতু মামলা দায়ের করা হয়েছে তারা সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে বলেও জানায়। অপরদিকে সাবেক কাউন্সিলর মৃত জাহাঙ্গীর মৃধার ছেলে সজীব তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে হয়রানি করায় তারা মানহানি মামলা দায়ের করবে বললে, সোলায়মান শামীম ও তার স্ত্রী কাজল ঢাল হিসেবে মানববন্ধন কর্মসূচিকে ব্যবহার করে সমালোচনার ঝড় তুলেছে।