গলাচিপায় ট্রাক-ট্রলির সংঘর্ষে আহত ১০

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩৪, এপ্রিল ০৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর গলাচিপায় ট্রাক, ট্রলি ও বোরাকের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে গলাচিপা-পটুয়াখালী সড়কের আমখোলা সিকদার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ৬ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, তরমুজ নেয়ার জন্য পটুয়াখালী থেকে গলাচিপা আসার পথে একটি ট্রাক আমখোলা সিকদার বাড়ির কাছে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাশে থাকা একটি বোরাকেও ধাক্কা লাগে। এ ঘটনায় বোরাক যাত্রী সিদ্দিক হাওলাদার, এনায়েত ইমরুল, জালাল মাতুব্বর, সালেহা বেগম, ট্রলি চালক রুবেল, বোরাক চালক কালামসহ ১০ জন আহত হন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গুরুতর আহত ৬ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে।