আগৈলঝাড়ায় বিআরটিসি বাস পোড়ানো মামলায় যুবদল সভাপতি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক॥ সরকার বিরোধী নাশকতায় বরিশালের আগৈলঝাড়ায় বিআরটিসি পোড়ানো মামলার পলাতক আসামী উপজেলা যুবদলের একাংশের সভাপিত আলী হোসেন ভুইয়া স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ২০১৮সালে নভেম্বর মাসে সরকার উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সামনের থামানো বিটিআরসি গাড়ী পোড়ানো বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী (জিআর-১১৭) উপজেলা যুবদলের একাংশের সভাপতি বরিয়ালী গ্রামের আলী হোসেন ভুইয়া স্বপনকে রোববার রাতে এসআই আলী হোসেন অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।