নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে ১৫০ পিস ইয়াবাসহ লিটন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি । শনিবার রাতে নগরীর শীতলাখোলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআই সৈয়দ খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শীতলাখোলার আহসান মঞ্জিলে অভিযান চালানো হয়।
এসময় ভবনের একটি ফ্লাট থেকে ইয়াবাসহ আবদুর সত্তার খানের ছেলে আমির হোসেন খান লিটনকে গ্রেফতার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।