বরিশালে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাসদের পক্ষ থেকে হেল্প ডেক্স চালু

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৭, এপ্রিল ০৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ দেশব্যাপি করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রামনের হারের দিক থেকে বরিশালের অবস্থান উপরের দিকে থাকা সত্বেও করোনা মোকাবেলায় সামগ্রিক প্রস্তুতি একেবারে তলানিতে রয়েছে। তাই বিগত দিনের মত এবারো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি করোনা রোগীদের চিকিৎসা সেবা ও কাউন্সেলিং সহ যে কোন সংকট মূহুর্তে পাশে দাড়ানোর জন্য আজ রোববার থেকে ২৪ ঘন্টা করোনা হেল্প ডেক্স চালুে উদ্ধোধন করা হয়। আজ রোবার (৪ই) এপ্রিল সকাল ১১ টায় নগরীর ফকিবাড়ি রোডস্থ বাসদ কার্যলয়ে একর্মসূচি উদ্ধোধন করে বরিশালের গরিবের ডাক্তার আপা খ্যাাত ও বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী। এসময় আরো উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির আহবায়ক উঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন। উদ্ধোধনকালে হেল্প ডেক্স থেকে সহযোগীতা নেযার জন্য জরুরী (কয়েকটি নম্বর চালু করেছে যার নং ০১৫৭২-৩১৪০৮৫, ০১৭১১২২৭৫১৯,০১৭৯৭-১৪৬৪৬৯। এর পূর্বে বরিশাল বাসদ জেলা কমিটির আয়োজনে দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে ডাঃ মনিষা চক্রবর্তী বলেন, গত বছর আমরা বরিশালে করোনা কালে সংকট মোকাবেলায় একটি করোনা আইসোলেশন সেন্টার চালুর চেস্টা করেছিলাম। সে সময় আমরা বিভিন্ন ব্যাক্তি,প্রতিষ্ঠান ও প্রশাাসনের সাথে যোগাযোগ করার পরও কোন ধরনের অবকাঠামো না পাওয়ার কারনে তা করা হয়ে উঠেনি। বর্তমানে করোয়া দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা সেই সাথে বরিশালে করোনা ইউনিটে বেড সল্পতার কারনে আমরা একটি ‘করোনা রোগীদের আইসোলেশন সেন্টার চালু করার পরিকল্পনা গ্রহন করেছি। করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ডাক্তার,নার্স সেবিকা, দক্ষ ভলান্টিয়ার, অক্সিজেন সিলিন্ডার,অক্সিমিটারসহ আয়োজনের সব কিছুই আমাদের আছে। এখন আমাদেরকে প্রশাসন সহ যেকোন ব্যাক্তি বর্গ একটি অবকাঠামোর ব্যবস্থা করে দেয়ার সহযোগীতা করে তাহলে আমরা এই আইসোলেশন সেন্টার তৈরী করে করোনায় আক্রান্ত বা উপসর্গ রোগীদের চিকিসা ব্যবস্থা করতে সক্ষম হওযার দাবী করেন। একই সময়ে ডাঃ মনিষা বর্তমান করোনা কালীন সময়ে সরকারীভাবে করোনা সচেতনতা গড়ে তোলার জন্য ব্যাপক প্রচার,স্বস্থ্যবিধি মেনে চলতে বিনা মূল্যে মাক্স ও স্যানিটাইচজার বিতরণ, ঘড়ে ঘড়ে ট্রেসিং টেস্টিং, আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা এবং সকল হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন, ও সকল নাগরীকদের ভ্যাকসিন প্রদান করার আহবান জানান।