পৃথক স্থান থেকে দুই অপহরণকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অপহরণের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি অপহৃত দুই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) রাতে পৃথক স্থান থেকে উদ্ধার হওয়া ওই দুই ছাত্রীসহ গ্রেফতার হওয়া অপহরণকারীদের রোববার (৪ এপ্রিল) আদালতে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, গত ২৯ মার্চ রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের সহিদ মৃধা ও তার স্ত্রী বিলকিস বেগমকে চেতনানাশক জাতীয় দ্রব্য মেশানো খাবার পানি খাওয়ানো হয়। পরে তাদের নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় ওই ছাত্রীর পিতা-মাতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় ১ এপ্রিল পাশ্ববর্তী গৌরনদী উপজেলার মাগুড়া গ্রামের হারুন সিকদারের ছেলে আবির সিকদারসহ তিনজনকে আসামি করে অপহৃত ছাত্রীর মা বিলকিস বেগম বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন।
পরবর্তীতে শনিবার রাতে থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলামের নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই আলী হোসেন মাদারীপুর জেলার চরমুগুরিয়া গ্রামে মামলার প্রধান আাসামি আবিরের দুলাভাইয়ের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মামলার প্রধান আাসামি আবিরকে গ্রেফতার করা হয় এবং অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
অপরদিকে গত ২৪ মার্চ আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের কার্তিক সরকারের কলেজ পড়ুয়া মেয়েকে অপহরণ করা হয়।
এ ঘটনায় ৩ এপ্রিল ভিকটিমের বাবা বাদী হয়ে উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের সুনীল মণ্ডলের ছেলে মৃত্যুঞ্জয় মণ্ডলকে (২৫) আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী অফিসার এসআই নাসির উদ্দিন শনিবার রাতে অপহরণকারী মৃত্যুঞ্জয় মণ্ডলের বাড়ি থেকে অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেন। পাশাপাশি অপহরণ মামলার প্রধান আসামী মৃত্যুঞ্জয়কে গ্রেফতার করেন।
গ্রেফতার আবির ও মৃত্যুঞ্জয়কে রোববার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়। পাশাপাশি ওই দুই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।