বরিশাল কারাগারে বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাত বন্ধ
দেশ জনপদ ডেস্ক|১৯:১৩, এপ্রিল ০৪ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক॥ করোনার সংক্রমণ প্রতিরোধে বরিশাল কেন্দ্রিয় কারাগারের বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাৎ বন্ধ হয়েছে। শনিবার (৩ এপ্রিল) কারা অধিদপ্তরের নির্দেশে বরিশাল কারাগারের সকল হাজতী ও কয়েদীদের সাক্ষাত বন্ধ করার কথা জানিয়েছেন বরিশাল কেন্দ্রিয় কারাগারের জেল সুপার মো. শাহ আলম।
তবে বন্দিরা স্বজনদের সাথে সর্বোচ্চ ১০ মিনিট কথা বলতে পারবেন বলে জেলার জানান। তিনি বলেন, 'দেশে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনায় বরিশাল কেন্দ্রিয় কারাগারে থাকা হাজতী ও কয়েদীদের সাথে তাদের স্বজনদের স্বাক্ষাত বন্ধ করা হয়েছে। আজ রবিবার থেকে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।'
এর আগে গত বছর করোনা পরিস্থিতিতে কারাগারের বন্দিদের সাথে তাদের স্বজনদের সাক্ষাতকার বন্ধ করা হয়েছিল। দীর্ঘ ১ বছর পর গত মার্চে আবারও বন্দিদের সাথে সাক্ষাত শুরু হয়। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে আবারও বন্ধ হলো বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাত।