রোগীর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে কবিরাজের মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৯:১১, এপ্রিল ০৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ রোগ ভালো না হওয়ায় টাকা ফেরত চেয়ে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিলে পানিতে ডুবে খালেক গাজী (৬৫) নামের এক কবিরাজের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের গহীনখালী নদীতে ঘটনাটি ঘটে। জানা যায়, রোগ ভালো না হওয়ায় টাকা ফেরত চেয়ে কবিরাজের বাড়ি গিয়ে ধাওয়া দেয় এক যুবক। এসময় বাড়ির পেছনের একটি নদীতে ঝাঁপ দেয়। কিন্তু নদী থেকে উঠতে পারেননি তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে। আর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।