প্রতারণার টাকায় হীরার নেকলেস, প্রতারক আটক

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৯, এপ্রিল ০৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ প্রতারণার টাকায় হীরার নেকলেস কিনতে গিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে আটক হয়েছে রফিকুল ইসলাম (২৬) নামে বিকাশ প্রতারক চক্রের এক সদস্য। রফিকুল ইসলাম লক্ষ্মীপুরের সদর উপজেলার শাহাপুর গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে ও নারায়ণগঞ্জ জেলার বর্তমান বাসিন্দা। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সহযোগীদের আটকে কার্যক্রম চলমান রয়েছে বলে রোববার (৪ এপ্রিল) বিকেলে  জানিয়েছেন সিআইডি বরিশালের বিশেষ পুলিশ সুপার মো. হাতেম আলী। অভিযোগ সূত্রে জানা গেছে, বিকাশের মাধ্যমে প্রতারণার ফাঁদে ফেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের বালিগ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শাহজাহান হাওলাদারের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রের সদস্যরা। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২০ সালের ১১ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে বাদীর ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসে। অপরপ্রান্ত থেকে বলা হয় বিকাশ কাস্টমার কেয়ার থেকে ফোন করা হয়েছে। কিন্তু সেটি ছিল আসলে প্রতারকের ফোন। এরপর প্রতারণা করে বিকাশ অ্যাকাউন্টে থাকা দুই লাখ ৪৯ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। সিআইডি বরিশালের বিশেষ পুলিশ সুপার হাতেম আলী জানান, গত নভেম্বর মাসে পুলিশ সদর দফতর থেকে বাকেরগঞ্জ থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলাটি তদন্তের দায়িত্বভার দেওয়া হয় সিআইডিকে। সিআইডি তদন্তে নেমে দেখতে পায় প্রতারণার ঘটনার পর সিমটি বন্ধ রাখে প্রতারকরা। তবে তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্ন কৌশলে সিমটির একটি লেনদেনের তথ্য আসে সিআইডির তদন্ত টিমের হাতে। সেই সূত্র ধরে জানা গেছে, প্রতারক চক্রের সদস্য রফিকুল ইসলাম ঢাকার গুলশানে অবস্থিত একটি ডায়মন্ডের শোরুমে বিকাশের মাধ্যমে এক লাখ ৯৩ হাজার ৪২৮ টাকা পাঠিয়েছে। পরে ওই শোরুম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, এক ব্যক্তি অনলাইনের মাধ্যমে একটি হীরার নেকলেস অর্ডার করেন। সেই ব্যক্তি বিকাশের ওই নম্বরটির মাধ্যমে দাম পরিশোধ করেন গুলশান শাখায়। তবে তিনি নারায়ণগঞ্জ শাখা থেকে হীরার নেকলেসটি বুঝে নেন। পরবর্তীতে সেখানকার সিসিটিভির ফুটেজসহ বিভিন্ন তথ্যসংগ্রহ করে প্রতারক চক্রের সদস্য রফিকুল ইসলামের পরিচয় শনাক্ত করা হয়। পরে গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং শনিবার তাকে বরিশালে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডিকে রফিকুল ইসলাম জানান, দেশের বিভিন্ন জেলায় তাদের সদস্য রয়েছে। এপর্যন্ত তারা একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।