গলাচিপায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩১, এপ্রিল ০৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ 'মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো' শ্লোগানে আজ ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত জাটকা সপ্তাহ চলবে। ইলিশ সম্পদ উন্নয়নে এ কর্মসূচি পালন করা হয়েছে। পটুয়াখালীর গলাচিপায় মৎস্য ভবন অধিদপ্তরের আওতায় 'জাটকা সংরক্ষণ সপ্তাহ' পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় গলাচিপার ঐতিহ্যবাহি দীঘির পাড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। উদ্বোধন শেষে জেলেদের মাঝে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাঁতার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনজনকে পুরস্কৃত করা হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও জেলেরা। মুখ্য আলোচক হিসেবে সভায় মৎস্য কর্মকর্তা বলেন, 'ইলিশ উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণেও আমাদের সাফল্য নিয়ে আসতে হবে। আগামী সাত দিনব্যাপী আমাদের অভিযান ও প্রচার কর্মকান্ড অব্যাহত থাকবে।’