লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের মানুষ

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৬, এপ্রিল ০৩ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ॥ করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ তথ্য জানান। এদিকে, এ ঘোষণার পর থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে। এছাড়া লকডাউনের ঘোষণার পর থেকে ঢাকা ছাড়ছেন দক্ষিণাঞ্চলের মানুষ। চাপ বেড়েছে সদরঘাটের লঞ্চ টার্মিনালে। সেখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দুপুরের পর থেকেই ধীরে ধীরে চাপ বাড়তে থাকে লঞ্চ ঘাটে। এক যাত্রী জানান, সোমবার থেকে লকডাউনের খবর শুনেই সদরঘাটে ছুঁটে এসেছি। সপরিবারে বাড়ি চলে যাচ্ছি।