বরিশালে সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৫, এপ্রিল ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থায় সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এডাব বরিশালের আয়োজনে সেইন্ট বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রে এই সেমিনারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এডাব বরিশাল জেলা সভাপতি কাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বীরপ্রতিক কেএসএ মহিউদ্দিন মানিক, এডাব কেন্দ্রীয় পরিষদের সদস্য রহিমা সুলতানা কাজল ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার।