নিজস্ব প্রতিবেদক॥বরিশাল নগরীতে ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। গত ৩১ মার্চ দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। বরিশাল মেট্টোপলিটন পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেন।
সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক(এসআই) খাইরুল আলম নগরীর ২২ নং ওয়ার্ডের নবগ্রাম রোডের রুইয়ার পোল এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হলেন, মোহাম্মদ ফিরোজ হাওলাদার এর ছেলে মোঃ মিরাজ হাওলাদার, এবং মৃত কাজী সুলতানুজ্জামান এর ছেলে কাজী বরাতুজ্জামান নিজাম।
এই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।