চরফ্যাশনে সন্ত্রাসী মুরাদের ১৭ বছর কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৬, এপ্রিল ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলার চরফ্যাশনের চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন মামলায় সন্ত্রাসী মুরাদ হোসেন (৩৮) ও তার ভাই রাজিবকে (২৮) ১৭ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন- আজিজ, লিটন, শহিদ, ফিরোজ ও ফজলু। তারা সবাই সন্ত্রাসী মুরাদের সহযোগী বলে জানা গেছে। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ২২ নভেম্বর রাতে মুরাদ ও তার সহযোগীরা স্ব-মিল ব্যবসায়ী মো. ইউসুফকে অবরুদ্ধ করে ২ লাখ টাকা দাবি করে। এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। আর বাকী টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা। এর দুই দিন পরে ব্যবসায়ী ইউসুফ বাদী হয়ে মুরাদসহ তার সহযোগীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টার একটি মামলা দায়ের করেন। তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন। দণ্ডিত মুরাদ ও তার ভাই রাজিব চরফ্যাশন আহম্মদপুর ইউনিয়নের আবুল বাসার চাপরাশির ছেলে। উল্লেখ্য, সন্ত্রাসী মুরাদের বিরুদ্ধে একই থানায় আরও মামলা চলমান রয়েছে। এর আগে পৃথক মামলায় তার ৪০ বছরের সাজা রয়েছে। বর্তমানে মুরাদ পলাতক রয়েছে।