বরিশালে বিআরটিসি ডিপোতে জেলা প্রশাসনের সচেতনতামূলক প্রচারণা

দেশ জনপদ ডেস্ক | ১৭:২২, এপ্রিল ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে বরিশাল নগরীর কাশীপুর বিআরটিসি বাস ডিপোতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই প্রচারণা চালানোর সময় যাত্রীসহ অন্যান্যদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, বিআরটিসি পরিচালনা পর্ষদের সদস্য কাজী আবুল কালাম আজাদ ও বরিশাল ডিপোর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মাদ মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিআরটিসি সূত্র জানায়, বরিশাল বিআরটিসি বাস ডিপো থেকে প্রতিদিন বিভিন্ন রুটে ৩৩টি বাস চলাচল করে। সরকারের নির্দেশনায় প্রতি দুই সিটে একজন করে যাত্রী পরিবহন করা হচ্ছে। পূর্বের ৩শ টাকা ভাড়ার স্থলে ৪শ ৫০ টাকা ভাড়া নির্ধারন করা হয়েছে। তবে যাত্রীদের স্বার্থে ৫০ টাকা কমিয়ে ৪শ টাকা ভাড়া আদায় করা হচ্ছে বলে জানান পরিচালনা পর্ষদ সদস্য কাজী আবুল কালাম আজাদ।