পর্যটনকেন্দ্র কুয়াকাটা বন্ধ ঘোষণা

দেশ জনপদ ডেস্ক | ১৬:৪৩, এপ্রিল ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে আগামী ১৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। বুধবার (৩১ মার্চ) রাত ৯টায় সব হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধ ঘোষণা করে গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং ও পর্যটন ব্যবসায়ীদের নিয়ে সভা করেছে কুয়াকাটা টুরিস্ট পুলিশ। এছাড়া গত রাত থেকেই কুয়াকাটা সৈকতে অবস্থানরত সব পর্যটকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানান পুলিশ সদস্যরা। গণপরিবহনে সচেতনতামূলক বার্তা লাগাচ্ছেন পুলিশ সুপার এদিকে সন্ধ্যা সাতটার পর জেলার সব দোকান পাট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার থেকে এই বিষয়টি কার্যকর হবে। পটুয়াখালীর পুলিশ মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম করোনা সংক্রমণ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরশহর, চৌরাস্তায় ও বাসস্ট্যান্ডে মাস্ক ও লিফলেট বিতরণ করেন। জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধূরী বলেন, আগামী ১৫ দিনের জন্য এ আদেশ কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি।