সবাইকে কাদিয়ে চির বিদায় নিলেন কাজী রানা

কামরুন নাহার | ২১:০১, ফেব্রুয়ারি ০১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য বিদায় নিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও মেহেরুন্নেসা বেগমের মেজ পুত্র দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য কাজী আনোয়ার পাভেজ রানা (ইন্নালিল্লাহি...রাজিউন)। কাজী রানা জেলা শ্রমিকলীগের সভাপতি শাহাজাহান হাওলাদারের জামাতা। গত শুক্রবার ১ জানুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। মৃত্যুকালে কাজী আনোয়ার পারভেজ রানা স্ত্রী, বাবা-মা ও ২ ভাইসহ অসংখ্য স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ যোহর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা কাজী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে হাজারো মানুষের অংশগ্রহণে জানাযা নামাজ শেষে গড়িয়ার পাড়ের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এসময় পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, শুভাকাঙ্খী এবং সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সদালাপী, হাস্যোজ্জ্বল, সবার প্রিয়মুখ সাংবাদিক কাজী আনোয়ার পারভেজ রানার অকাল ইন্তেকালে শোকস্তব্ধ বরিশাল মহানগরী। জানাযার পূর্বে কাজী রানার পিতা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, সরল মনের অধিকারী রানা সকল মানুষের কাছে যে কতটা প্রিয় ছিল আজ এখানে আপনাদের উপস্থিতিই তা প্রমাণ করে। ছেলেকে নিয়ে আমি গর্বিত, গর্বিত তার পিতা হিসেবে। তিনি বলেন, রানা ছিল খুবই মিশুক প্রকৃতির। সে একেবারেই সাদাসিধে জীবনযাপন করত। আমি জানি আমার মত আপনারাও তাকে ভালোবাসতেন। আর সেকারণেই তার জানাযায় এত মানুষ শরিক হয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এসময় মরহুম কাজী রানার বড় ভাই দৈনিক আজকের বার্তার উপদেষ্টা সম্পাদক কাজী আবদুুল্লাহ আল রাসেল এবং ছোটভাই কাজী আবদুুল্লাহ-আল রাব্বি উপস্থিত ছিলেন। জানাযায় আওয়ামী লীগ, বিএনপি, জাতিয় পার্টি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন এবং বরিশালের স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। এদিকে মৃত্যুর সংবাদ শুনে সকাল থেকেই মরহুমের বাসভবনে জড়ো হতে থাকে দীর্ঘদিনের সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কাজী রানার এই অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছিলেন না তারা। টগবগে প্রাণোচ্ছল হৃদয়বান এই যুবককে হারিয়ে শোকে স্তব্ধ পুরো সাংবাদিক অঙ্গন।