বাউফলে ক্রয়কৃত জমিতে ঘর নির্মানকালে প্রতিপক্ষের বাঁধা

দেশ জনপদ ডেস্ক | ২১:৩২, মার্চ ৩০ ২০২১ মিনিট

  মোঃ দুলাল হোসাইন, নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর বাউফলে নিজের ক্রয়কৃত জমিতে বসতঘর নির্মানকালে অপর পক্ষের বাঁধার সম্মূখীন হওয়ার তথ‍্য পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ০৫ নং সূর্যমনি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডভুক্ত শানেশ্বর গ্রামের ওমর ফারুক ও জমি বিক্রেতা মৃত. আজাহার চৌকিদারের ছেলে আঃ ছত্তার ও আঃ মোতালেব চৌকিদারের সাথে। এ বিষয়ে জমির স্বত্বাধিকারী মোঃ ওমর ফারুক প্রতিবেদককে জানায়, তিনি তার কবলাসূত্রে ক্রয়কৃত জমি ৩৫ বছর ধরে ভোগ দখল করে আসছে। সে তার ভোগ দখলকৃত জমিতে স্থাপনা নির্মান করতে গেলে সত্তার চৌকিদার ও তার ছেলেরা এসে বাঁধা দেয় এবং তার ইটের গাঁথনি ভেঙ্গে দেয়। দলিল সূত্রে সত্তার চৌকিদার ঐ জমির মালিক এমনটাই প্রতিবেদকে জানান তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় মোঃ ওমর ফারুক ১৯৮৪ সনের ১লা জানুয়ারি ৪২৪ নং ছাপ কবলা দলিল সূত্রে ২৮ শতাংশ জমি প্রয়াত আজাহার চৌকিদারের কাছ থেকে ক্রয় করে। যাহার জেল নং ৩৪, খতিয়ান নং ১৯৪/১৯৫/১৯৬ এবং দাগ নং ৮৫৪/৯০৩/৮৫০ উক্ত আজাহার চৌকিদার জীবিত অবস্থায় ১৯৮৪ সনে ওমর ফারুককে সাব কবলা দলিল দেয় এবং সেই থেকেই ওমর ফারুক জমি ভোগ দখল করতেছে। দীর্ঘ বছর ভোগ দখলের পর তার জমিতে তিনি স্থাপনা নির্মানকালে মৃত আজাহার চৌকাদারের ছেলেরা এসে কাজে বাঁধা দিয়ে বলে বাবা আমাদেরকে ১৯৮৪ সালে একই দাগ খতিয়ানে দলিল দিয়েছে এ জমির মালিক আমরা। স্থানীয়সূত্রে জানা যায়, মৃত আজাহার চৌকিদার তার ছেলে সত্তার চৌকিদারকে দলিল দেয় এবং তিন দিন পরে সেই জমি আবার ওমর ফারুকের কাছে বিক্রি করে। এ ঘটনায় আঃ সত্তার চৌকিদার বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। ০৫ নং সূর্যমনি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে এ জমি ক্রয়সূত্রে ওমর ফারক ভোগ দখল করে আসছে। শুনেছি ঘর নির্মানকালে নিজের জমি দাবি করে আঃ সত্তার চৌকিদার ও তার ভাই মতলেব চৌকিদার বাঁধা দেয়। উভয়ের অভিযোগের ভিত্তিতে স্থানীয় গণ‍্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সালিশ মিমাংশায় বসার জন্য কয়েকবার আহব্বান জানিয়েছি কিন্তু সত্তার চৌকিদার ও তার ভাই মতলেব চৌকিদার আসেনি। এ বিষয়ে সূর্যমনি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দিন বলেন, আমার জানামতে ক্রয়সূত্রে সংশ্লিষ্ট জমির মালিক ওমর ফারুক।