কুয়াকাটায় দেশীয় অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩০, মার্চ ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ জালাল বাহিনীর প্রধানসহ ৫ জলদস্যুকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রোববার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে কুয়াকাটা সৈকত থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি রামদা, একটি বল্লম, পাঁচটি লোহার রডসহ একটি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। আটককৃত জলদস্যুরা হলেন, তালেব আলী (২৭), আবদুল কাদের (২৬), রাসেল (২৭), রুহুল আমিন (৩৫) ও জালাল হাওলাদার (৩৫)। তালেব আলীর বাড়ি কক্সবাজারে, আবদুল কাদেরের বাড়ি লক্ষ্মীপুরে ও অপর তিন জনরে বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী বলেন, ‘চারদিন আগে জলদস্যু জালাল বাহিনী একটি ট্রলার, জাল, মাছসহ ছিনতাই করে নিয়ে মুক্তিপণ দাবি করে। এরআগেও এ বাহিনী বেশ কয়েকটি ট্রলারে ডাকাতি করেছে। তিন দিন ধরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আটকদের বিরুদ্ধে মহিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’