বরগুনায় আগুনে ১৩ দোকান পুড়ে ছাই

দেশ জনপদ ডেস্ক | ২০:৩২, মার্চ ২৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  বরগুনায় সদর হাসপাতাল রোডের একটি বাজারে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই ১৩টি দোকান পুড়ে যায়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের বরগুনা স্টেশনের উপ-পরিচালক মো. মামুন  জানান, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।