উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৬, মার্চ ২৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন বি.এন.খনি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ প্রমূখ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদারসহ উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান, সামাজিক এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি জান্তারা এদেশের বুদ্ধিজীবি, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্রসহ বিভিন্ন ব্যক্তির উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে বাংলাদেশকে মানচিত্র থেকে বাদ দিতে চেয়েছিল। তাদের সে আশা পূর্ণ হয়নি। আজ সেই ২৫ মার্চ ভয়াল গণহত্যা ও কালো দিবস পালন করছে বাঙালী জাতি। এ ছাড়া ২৫ মার্চ রাতে ১ মিনিট সারা দেশে সকল আলো বন্ধ রেখে নিরবতা পালনের নির্দেশ প্রদান করা হয়। ইতিমধ্যে উজিরপুরের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। ২৫ মার্চ রাতে সকল আলোক সজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। এই দিনটি বাঙালী জাতির একটি স্মরণীয় দিন হিসেবে ঘোষনা করা হয়।