উজিরপুরে মোবাইল কোর্ট পরিচালনা: ৩ জনকে জরিমানা, মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪৬, মার্চ ২৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ দেশব্যাপী মহামারী করোনা ভাইরাস বৃদ্ধির কারণে উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। ২৪ মার্চ বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী উজিরপুর বাজারে এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মাক্স না পরে ব্যবসা পরিচালনা করায় ৩ দোকান মালিককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। মোবাইল কোর্ট পরিচালনা কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ ব্যাপারে জয়দেব চক্রবর্তী জানান, দেশব্যাপী মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষকে সচেতন করতে সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি মানুষ যাতে মাক্স পরে চলাচল করতে পারে সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্য সচেতনতামূলক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।