ভোলা ও চরফ্যাসনে পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
নিজস্ব প্রতিবেদক॥ জেলায় আজ ভোলা ও চরফ্যাসন পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এখানে বিভাগীয় কমিশনার বলেন, জনপ্রতিনিধিদের সমর্থন ছাড়া কোন দেশ বা সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। যেই প্রত্যাশা নিয়ে ভোলা ও চরফ্যাসন পৌরসভার জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, সেই প্রত্যাশায় আপনারা অবিচল থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সময় এসেছে দেশকে পরিবর্তন করার। তাই মানুষের কল্যাণে সত্যিকারের জনসেবক হয়ে মেয়র-কাউন্সিলরা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন , জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন আল ফারুক,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হালদার, জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন, ভোলা পৌরসভার মেয়র মো: মনিরুজ্জামান, চরফ্যাসন পৌরসভার মেয়র এস এম মোর্শেদ। পরে বিভাগীয় কমিশনার নির্বাচিত মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শুভেচ্ছা জানান।